চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: হ্যাম রেডিওর চেষ্টায় নিখোঁজ থাকার ১৩ বছর পর অবশেষে সন্ধান মিললো জয়নগরের এক মহিলার।প্রায় ১৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন জয়নগর থানার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামের বাসিন্দা মুরশিদা লস্কর।অবশেষে তাঁর খোঁজ মিললো উওর প্রদেশের বারাণসীর পান্ডেপুর মানসিক হাসপাতালে ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে হ্যাম রেডিয়োর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। হ্যাম রেডিয়োর সদস্য পুজা পান্ডে সহ অন্যান্য সদস্যরা বুধবার জয়নগরের মুরশিদার বাড়ির ঠিকানা খুঁজে বের করেন। শীঘ্রই মুরশিদার পরিবারের লোকজন বারাণসীতে গিয়ে মুরশিদাকে বাড়িতে নিয়ে আসবেন বলে জানা গেল। হ্যাম রেডিয়োর পশ্চিমবঙ্গ রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বৃহস্পতিবার বলেন,স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ছিলেন মুরশিদা। তিন ছেলেমেয়েকে রেখে প্রায় ১৩ বছর আগে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হবার পরে বাড়ির লোক অনেক খোঁজাখুজি করে না পেয়ে জয়নগর থানায় একটা নিখোঁজের ডায়েরি করেন। কয়েকমাস আগে দিল্লিতে রাস্তার ধারে অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে উদ্ধার করে দিল্লী পুলিশ। তারাই তাঁকে বারাণসীর ওই হাসপাতালে পাঠায়। সেখানে এক কন্যা সন্তানের জন্মও দেন তিনি। বর্তমানে ৮ মাসের কন্যা সন্তান সহ ওই মানসিক হাসপাতালে আছেন। অম্বরীশ নাগ বিশ্বাস এও বলেন, মহিলার সঙ্গে কথা বলে জয়নগর, মরিশ্বর হাইস্কুল ও কাশীপুর গ্রামের নাম জানতে পারি। সেই মতো আমরা জয়নগর ১ নং ব্লকের বিডিও পূর্ণেন্দু স্যানালের সঙ্গে যোগাযোগ করি।উনি ওই গ্রামের পঞ্চায়েত প্রধান সেরিফা বিবি লস্কর ও সদস্য রাজু লস্করের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন। আর ওই পঞ্চায়েত সদস্য রাজু লস্কর আবার মুরশিদার আত্মীয়।
১৩ বছর আগে নিখোঁজ হয়ে গেছে মুরশিদা ।পেশায় টেলর স্বামীর সাথে ১৪ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় । তখন ওর দুই ছেলে ও এক মেয়ে ছিল । বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মেয়েটি। মৃত বাবা শিয়ালদহে ফল বিক্রেতা ছিলেন । এক ভাই সবজি বিক্রেতা অন্য জন ফেরি করে।মা অসুস্থ অবস্থায় ভাইদের কাছে থাকেন।বুধবার ওই পঞ্চায়েত সদস্যর মোবাইলেই ভিডিও কল করে মা, ভাই ও গ্রামের লোকেদের সাথে মুরশিদার কথা বলানো হয় এবং মুরশিদা জয়নগরে ফিরে আসতে চায়।আর তাই মুরশিদার ভাই,ওই পঞ্চায়েত সদস্য ও গ্রামের কয়েকজন বারাণসীতে যাচছে মুরশিদাকে ফিরিয়ে আনতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct