তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: পাড়ার একমাত্র ট্যাপকল বিকল হয়ে পড়েছে। তিনদিন ধরে জল পাচ্ছেন না মানুষ। জল সংকটে পড়েছেন শতাধিক পরিবার। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বারবার জানিয়েও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। কার্যত এই নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবানীপুর দক্ষিণ পাড়া মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ট্যাপ কলটি। তুলসীহাটা পি এইচ ই থেকে সকাল ও বিকেল দুই টাইম জল পেতেন পাড়ার বাসিন্দারা।
ট্যাপ কলটি ভাঙ্গা থাকায় পাড়ার কোনো শিশু ছোট ছোট পাথর কুচি পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তিন দিন ধরে ওই ট্যাপ কল থেকে জল পড়ছে না। এই নিয়ে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। অভিযোগ,ট্যাপ কলটি দীর্ঘ পাঁচ বছর ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। জন স্বাস্থ্য কারিগরি দপ্তরকে একাধিকবার জানানো হয়েছে। কোনো সমাধান করছে না।
স্থানীয় বাসিন্দা নুর বানু বিবি বলেন, পাড়ায় একটি মাত্র ট্যাপ কল ছিল,সেটিও বিকল হয়ে গেল। তিন দিন ধরে জল পাচ্ছি না। অগভীর নলকূপের জল পান করতে হচ্ছে। আরো এক বাসিন্দা আসিম আলি বলেন,
পঞ্চায়েতের সামনের ট্যাপ কল বিকল হয়ে পড়ে রয়েছে। প্রশাসনের উদাসীনতার জন্যই এই অবস্থা।
চাঁচল মহকুমার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষকে বারবার ফোন করা হলেও একবারের জন্যও ফোন রিসিভ করেননি। চাঁচল মহকুমা প্রশাসক শৌভিক মুখোপাধ্যায়,ট্যাপ কলটি দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct