সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দুর্নীতির আঁতুড়ঘর হিসাবে উল্লেখ করে ভূমি সংস্কার দফতরকে বারেবারে সতর্ক করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সতর্কতার পরেও হাল যে এতটুকুও বদলায়নি তার প্রমাণ মিলল বাঁকুড়ার রাইপুর ব্লকে। সেখানে জমির মিউটেশান সহ যাবতীয় কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল ব্লক ভূমি সংস্কার দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হওয়ার পর আন্দোলনে নামে কুড়মি সমাজ। চাপে পড়ে ঘটনার জন্য ভুল স্বীকার করেন ভূমি সংস্কার দফতরের এক আধিকারিক।
বাঁকুড়ার রাইপুর ব্লকের ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠছিল। এবার সেই দুর্নীতির শিকার হতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার কুড়মি সমাজের লোকজন। স্থানীয় কুড়মি সমাজের লোকজনের দাবী ব্লক ভূমি সংস্কার দফতর থেকে কোনো পরিসেবা নিতে গেলেই আধিকারিকদের টাকা দিতে হয়। টাকা না দিলে মিউটেশন, কনাভার্সন বা অন্য কোনো কাজ হয়না। সম্প্রতি এক ব্যক্তি ব্লক ভূমি সংস্কার দফতরে জমির মিউটেশানের কাজ করাতে গেলে তাঁর কাছে এক রাজস্ব আধিকারিক ২০০ টাকা দাবী করেন। এক মুহুরীর ইউ পি আই একাউন্টের মাধ্যমে ওই ২০০ টাকা ঘুষ হিসাবে নেন ওই রাজস্ব আধিকারিক। বিষয়টি ব্লক ভূমি সংস্কার আধিকারিকের নজরে আনলে তিনি বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দপ্তরের বাইরে মিটিয়ে নেওয়ার কথা বলেন। এই ঘটনার পরই ওই দফতরের সমস্ত আধিকারিক দুর্নীতিতে যুক্ত দাবী করে কুড়মি সমাজের লোকজন প্রবল বিক্ষোভে ফেটে পড়েন।
অবিলম্বে ভূমি সংস্কার দফতরের হাল বদল না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ। ভূমি সংস্কার দফতরের অভিযুক্ত আধিকারিক অভিযোগের কথা কার্যত স্বীকার করে তাঁর স্বীকারোক্তি তিনি প্রথম ও শেষ বারের জন্য ওই ভুল কাজ করে ফেলেছেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct