মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: আমরা গাছেদের বন্ধু হতে চাই। যারা আগামী দিনের ভবিষ্যৎ। পৃথিবী গড়ে তোলার কারিগর। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠল স্কুল চত্বর। গাছ লাগান - প্রাণ বাঁচান। পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। প্রাকৃতিক পরিবেশকে আরো সুন্দর করে তুলতে অঙ্গীকার বদ্ধ হলো নলহাটি ২ নম্বর ব্লকের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৫ সালে বান্দখালা মোড়ে গড়ে ওঠা এমিল পাবলিক স্কুল। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ অবধি ৯ বছরে পদার্পণ করেছে। শ্রেণী কক্ষে পড়াশোনার পাশাপাশি দেশ গড়ে তোলার জন্য একের পর এক চিন্তা ভাবনা নিয়ে খুদে ছাত্র-ছাত্রীদের মধ্যে মনোবল বাড়ানো। সে সঙ্গে পড়াশোনার প্রতি মনোযোগী, শিক্ষার প্রতি আগ্রহ গড়ে তোলা। এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে নিজের প্রতিভাকে সুন্দর ভাবে তুলে ধরতে পারে তার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বছরের বিভিন্ন সময়ে রবীন্দ্র, নজরুল, গান্ধিজি নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানানো। সেই সঙ্গে স্বাধীনতা দিবস এবং শিশু দিবস, রাখী বন্ধন উৎসব সহ বিভিন্ন ক্ষেত্রে এই বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের উৎসাহিত করা হয়। তারই অঙ্গ হিসাবে বৃস্পতিবার সকালে এমিল পাবলিক স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষ রোপনের গুরুত্ব কি। বৃক্ষ রোপনের ফলে আমাদের কি কি উপকারে লাগে। কোনো জায়গায় কোনো গাছ অযত্নে অবহেলায় পড়ে থাকলে আমাদের কি করনীয়। সেই বিষয়ে শিক্ষার্থীদের সামনে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সব শেষে ছাত্র ছাত্রীদের হাত দিয়ে দশটি চারা গাছ বিদ্যালয় চত্বরে লাগানো হয়। একই ভাবে বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct