নিজস্ব প্রতিবেদক, দেগঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলায় বেআইনিভাবে জলা জমি ভরাট এবং পুকুর খননের বিরুদ্ধে সরব হলেন জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফরহাদ ৷ বনমহোৎসবের অঙ্গ হিসাবে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন ও জেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং দেগঙ্গা পঞ্চায়েত সমিতির আয়োজনে হাড়োয়া বিধানসভা এলাকার দেগঙ্গা বিএলএলআরও অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ কর্মসূচী রূপায়িত হয়। সেই অনুষ্ঠানে ফারহাদ বলেন, আমাদের লক্ষ্য জেলা জুড়ে সবুজের সমারোহ গড়ে তোলা। এ দিনের কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপনের পাশাপাশি বিপুল সংখ্যক চারাগাছ বিতরণ করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফায়িম আলম, আইসি দেগঙ্গা অর্নব গাঙ্গুলী, জনপ্রতিনিধি আনিসুর রহমান, উষা দাস, প্রিয়াঙ্কা মন্ডল দাস, রবিউল ইসলাম, মাওলানা হাসানুজ্জামান প্রমুখ ব্যক্তিরা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং প্রাকৃতিক বিপর্যয় রুখতে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের পরামর্শ দেন ৷ উপস্থিত ছিলেন আশাদুল হক সর্দার, সুপ্রতিম মোছলেমা বিবি, শিউলি খাতুন, আব্দুর রউফ, সাইফুল ইসলাম, লাভলী খাতুন, হাফিজুর রহমান, গিয়াসউদ্দিন, তারক চ্যাটার্জি, বাবলু,পাড়ুই, মহিদুল প্রমুখ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct