আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত বোলপুর ইলামবাজার মূল রাস্তায় মুর্গাবনি জঙ্গলের কাছে আজ সকাল থেকেই তৃণমূলের উদ্যোগে পথ অবরোধে জনজীবন ব্যাহত হয়। মূলত তৃণমূলের পতাকা নিয়ে আদিবাসী মানুষজনেরা আজ এই অবরোধে সামিল হয়। উল্লেখ্য,গত ১৮ জুলাই বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মুর বিরুদ্ধে সেদিন তৃণমূলের পতাকা নিয়ে পথ অবরোধ করেছিল।
অভিযোগ ছিল রবি মূর্মুর নেতৃত্বে আদিবাসীদের উপর অত্যাচার, মারধর এবং জমি কেড়ে নেওয়া হয়েছে। এমন নানা অভিযোগে সেদিন তৃণমূলের পতাকা নিয়ে স্থানীয় আদিবাসীরা বিক্ষোভে সামিল হয়। সেই দিন রাস্তা অবরোধের পাল্টা প্রতিবাদে আজ রাস্তা অপরাধ করে আদিবাসীরা।
তৃণমূল নেতা রবি মূর্মুকে হেনস্ত করার লক্ষ্যে বিজেপির লোকজন তৃণমূলের পতাকা নিয়ে সেদিন অবরোধ করেছিল বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। তাদের হাতে সেদিন তৃণমূলের পতাকা কারা দিয়েছিল সেই প্রশ্ন নিয়ে জোর জল্পনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার বোলপুর ও ইলামবাজার পথ অবরোধ করে তৃণমূল সমর্থক রবি মুর্মুর লোকজনেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির ইলামবাজার থানার পুলিশ। এই অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct