সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: বর্ষার বৃষ্টি বাড়তেই একযোগে চন্দ্রবোড়া-কেউটে-কালাচ সাপ সাঁড়াশি আক্রমণ শুরু করলো। তিন বিষধর সাপের আক্রমণে ৪ জন অসুস্থ হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে কুলতলি থানার অন্তর্গত জালাবেড়িয়া ১ পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দা আজিজুল লস্কর বিছানার মধ্যে ঘুমিয়েছিলেন। বৃহষ্পতিবার ভোর নাগাদ বিছানার মধ্যে তাঁর ডান হাতে কামড় দেয়। সাপটি ধরে ফেলেন। একটি কৌটোর মধ্যে ভোরে নিয়ে স্থানীয় জামতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাজির হনচিকিৎসার জন্য। সেখানে ওই ব্যক্তির অবস্থা সঙ্কটজনক হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। তাঁকে সাপে কামড়ানো প্রতিষেধক এভিএস ৪৮ ভায়াল দেওয়া হয়েছে। ধামুয়া’র যুবক দেবাশীষ প্রামাণিক। বৃহষ্পতিবার সন্ধ্যায় রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলেন তার বামপায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
আবার বুধবার রাতে চম্পাহাটীর সোলগোয়ালিয়ার বাসিন্দা মাতাপ সেখ রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলে। তাঁকে পায়ে কামড় দেয় চন্দ্রবোড়া সাপ। পরিবারের লোকজন তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তাঁকে সাপে কামড়ানো প্রতিষেধক ৩০ ভায়াল এভিএস দেওয়া হয়েছে। অন্যদিকে বাসন্তী ব্লকের শিবগঞ্জের বাসিন্দা আশরাফ গাজী।বুধবার তাঁর বাম হাতে একটি কেউটে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct