নকীব উদ্দিন গাজী, সাগর, আপনজন: এক মাসের মধ্যে পরপর দুবার ভাঙলো গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা। সামনেই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরের কপিলমুনি মেলা চত্বরের ভাঙন পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল গঙ্গাসাগরে যান সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা । ঘুরে দেখেন মেলা মাঠ সহ এক নাম্বার থেকে ৫ নাম্বার ভাঙ্গন কবলিত এলাকা। দিনের পর দিন কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা চলে যাচ্ছে নদী নদীগর্ভে।বাদ পড়েনি বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে স্থানীয় দোকানপাট বড় বড় গাছ অস্থায়ী জলের ট্যাঙ্ক সবই চলে গেছে নদী গর্ভে। শেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং শেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা গঙ্গাসাগর কপিলমুনি মন্দির চত্বরের ভাঙ্গন কবলিত এলাকাগুলি ঘুরে দেখে। পাশাপাশি একটি ব্লু প্রিন্ট তৈরি করলেন আধিকারিকরা, পরবর্তী সময়ে পরিকল্পনামাফিক কিভাবে এই ভাঙ্গন প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনায় বসবেন। খুব শীঘ্র বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন প্রকৃতির নিয়ম মে দিনের পর দিন কপিল মুনি মন্দির চত্বর এলাকার ভাঙতে ভাঙতে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে কিভাবে কোভিদ মনি মন্দির কে বাঁচানো যায় সেই নিয়ে আপ্রাণ চেষ্টা চলছে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে কিভাবে কপিলমুনি মন্দির বাঁচানো যায় সেই চেষ্টা চলছে। কেন্দ্রের বিজেপি সরকার কপিল মুনি মন্দির কে নিয়ে কোন কিছুই করছে না এবারে বাজেটে ও সেভাবে কিছুই বলেনি বিজেপির সরকার ধর্ম নিয়েই শুধু পড়ে আছে রাজ্য সরকার যতটুকু পারছে কপিল মুনি মন্দির ডেভেলপমেন্ট করছে সেই মতন বাঁধ মেরামতি কাজ করবে। কেন্দ্র সরকার গঙ্গাসাগর নিয়ে উদাসীন।হবেতবে এইভাবে যদি একটু একটু করে ভাঙতে থাকে কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা তবে মেলার আগে কতটা ভাঙ্গন রোধ করা যায় তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে প্রশাসনিক আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct