আপনজন ডেস্ক: গত বছর গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। তবে সৌদি ক্লাবটির হয়ে নেইমার জাদু দেখানোর আগেই আসে বড় ধাক্কা। গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন এই ফরোয়ার্ড। সেই চোট নেইমারকে ঠেলে দেয় অস্ত্রোপচারের টেবিলে, যা তাঁকে লম্বা সময়ের জন্য ছিটকে দেয় মাঠের বাইরে।
দীর্ঘ ৯ মাস মাঠের বাইরে থাকার পর ভক্তদের আশার আলো দেখাতে শুরু করেছেন নেইমার। জানা গেছে, পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন তিনি। আল হিলাল আজ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতে নেইমারের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেখানে ব্রাজিলিয়ান তারকাকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে। তাঁর হাসিমুখ দেখে মনে হয়েছে, চোটের স্থানে (হাঁটুর লিগামেন্ট) কোনো ধরনের অস্বস্তি বোধ করেননি। সব ঠিক থাকলে শিগগিরই তিনি দলীয় অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডট কম।
তবে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করলেও নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে। এ সময়ের মধ্যে প্রাক্-মৌসুম প্রস্তুতির তিনটি, সৌদি প্রো লিগের দুটি ও সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে আল হিলাল। এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই।
ধারণা করা হচ্ছে, আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে খেলতে নামবেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct