আপনজন ডেস্ক: ইরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে বুধবার তলব করেছে তেহরান। এর আগে লেবাননের হিজবুল্লাহর প্রতি কথিত সমর্থন ও ইরানের সঙ্গে সংযোগের অভিযোগে হামবুর্গে একটি ইসলামিক সেন্টার বন্ধ করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, বেশ কয়েকটি ইসলামিক সেন্টার বন্ধ করার পদক্ষেপ নিয়েছে জার্মান পুলিশে। তাই দেশটির রাষ্ট্রদূতকে বুধবার তলব করা হয়েছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা হামবুর্গ ইসলামিক সেন্টার ও এর অধিভুক্ত সংগঠনগুলোকে জার্মানিজুড়ে নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে এটিকে ‘চরমপন্থী ইসলামী সংগঠন’ হিসেবে অভিহিত করেছে, যা ‘সংবিধানবিরোধী উদ্দেশ্য অনুসরণ করে’। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানির ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপের’ নিন্দা করে বলেছে, এটি ‘মৌলিক মানবাধিকার নীতির পরিপন্থী’। দুর্ভাগ্যবশত আজ জার্মানিতে যা ঘটেছে তা ইসলামবিদ্বেষের একটি স্পষ্ট উদাহরণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct