আপনজন ডেস্ক: শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক হওয়ার কথা, যে বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি জানিয়ে দিয়েছে নীতি আয়োগের বৈঠক কারা বয়কট করছে। ইন্ডিয়া জোটের ক্ষমতায় থাকা কর্নাটক, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন, তারা ওই বৈঠকে যাবেন না। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল
ইন্ডিয়া জোট সঙ্গীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করবেন। মমতার এই যোগদান নিয়ে ইন্ডিয়া জোটের তরফে কোনও আপত্তির কথা শোনা না গেলে চাপা অসেন্তাষ ছিল। সেই সন্ধিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই বৃহস্পতিবার তার দিল্লি যাত্রা থেকে বিরত থাকলেন। নবান্নে সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সূচি পরিবর্তন করে শুক্রবার দিল্লি যেতে পারেন। সেখানে তার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে। তবে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা যোগ না দেওয়ায় একা মমতা যোগ দেবেন কিনা সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct