মোহাম্মদ জাকারিয়া, রায়গঞ্জ, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত বাজারগাঁও ২ নং পঞ্চায়েতের হাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা গুলজার হোসেনের ছেলে, ২৪ বছর বয়সী সাবিল রাজা জমি বিবাদের কারণে মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই বাজারগাঁও ২ নং পঞ্চায়েতের হাড়ভাঙ্গা গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের সক্রিয় কর্মী সাবিল রাজা গন্ডগোল থামানোর জন্য সেখানে উপস্থিত হন এবং সংঘর্ষের সময় আক্রান্ত হন। গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়। জানা গেছে, তার মাথায় আঘাতের ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং অবশেষে ১৯ জুলাই সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। সাবিল রাজার মৃত্যুর পর তার বাড়িতে সমবেদনা জানানোর জন্য উপস্থিত হন ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সাবিনা ইয়াসমিনের প্রতিনিধি, অঞ্চল সভাপতি যামিনী সিনহা সহ অন্যান্যরা। ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম জানান, “এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং আমাদের দল এমন সহিংসতার নিন্দা জানাচ্ছে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি এবং অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি।”
মৃত সাবিল রাজার পিতা গুলজার হোসেন বলেন, “আমার ছেলে শুধুমাত্র গন্ডগোল থামানোর জন্য সেখানে গিয়েছিল। তাকে এইভাবে হারাতে হবে ভাবতে পারিনি। আমরা এর সঠিক বিচার চাই।” সাবিল রাজার এই মর্মান্তিক মৃত্যু স্থানীয় সমাজে গভীর শোকের ছাপ ফেলেছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct