আপনজন ডেস্ক: শচীন টেন্ডুলকারের বিপক্ষে বল করার সময় রীতিমতো ভয়ে থাকতেন শেন ওয়ার্ন। নিজেই এমনটা স্বীকার করে একবার জানিয়েছিলেন, স্বপ্নেও দেখতেন ভারতীয় কিংবদন্তি তার বলে ছক্কা মারছেন।
শচীনের সামনে বল করতে শুধু লেগ স্পিনের জাদুকর ওয়ার্ন নন, বেশির ভাগ বোলারেরই বুকে কাঁপুনি ধরত। তেমনি ব্যতিক্রম ছিলেন না পাকিস্তানের বোলাররাও।
ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামানো খোদ ওয়াসিম আকরাম নাকি শচীনকে ভয় পেতেন, এমনটা জানিয়েছেন পাকিস্তানের সাবেক এক ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরির মালিককে যে ভয় পেতেন, তা স্বীকার করেছেন বাসিত আলী। তার সময়কার পাকিস্তান অধিনায়ক আকরাম টিম মিটিং থেকে শুরু করে খাওয়ার সময়ও শচীনকে দ্রুত আউট করার পরামর্শ দিতেন বলে জানিয়েছেন সাবেক ব্যাটার।
নব্বইয়ের দশকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইয়ে ম্যাচের জয়-পরাজয় অনেকটা নির্ধারিত হতো শচীনের উইকেটে।
ভারতের সাবেক অধিনায়ক পিচে টিকে গেলে একাই ম্যাচ বের করে দিতেন। অন্যদিকে তিনি দ্রুত আউট হলে প্রতিপক্ষ জয়ের সুবাস পেত। সে সময় মোহাম্মদ আজহারউদ্দিনের মতো ব্যাটিং কিংবদন্তি থাকলেও শচীনকে আউট করা নিয়েই পাকিস্তান দলে বেশি আলোচনা হতো বলে জানিয়েছেন বাসিত।
পাকিস্তানের সাবেক মিডল অর্ডার ব্যাটার বাসিত বলেছেন,‘সে (শচীন) টপ অর্ডার ব্যাটার ছিল।
আমি ছিলাম মিডল অর্ডার ব্যাটার। তার ব্যাটিং দেখতে আমরা অভ্যস্ত ছিলাম। আমাদের টিম মিটিংয়ে তখনকার অধিনায়ক ওয়াসিম আকরাম সব সময় বলত শচীনকে আউট কর আমরা ম্যাচ জিতব। এটা শুধু অনুশীলনে নয়, খাওয়ার সময়ও বলত। শচীনকে দ্রুত আউট করতে যতটা অভ্যস্ত হয়েছিলাম পাকিস্তান তত ম্যাচে জয় পেয়েছিল।
যদিও আজহারউদ্দিনের মতো দুর্দান্ত ব্যাটার ছিল ভারতের। তবে আমরা আজহারউদ্দিনকে নয়, নিঃসন্দেহে শচীন টেন্ডুলকারকে ভয় পেতাম।’
বাসিতের কথারই প্রতিফলন দেখা যায় পাকিস্তানের বিপক্ষে শচীনের ব্যাটিং পরিসংখ্যানেও। ১৮ টেস্টে ৪২.২৮ গড়ে ১০৫৭ রান করেছেন শচীন। ২ সেঞ্চুরির বিপরীতে সর্বোচ্চ ইনিংস ১৯৪। আর ওয়ানডেতে ৬৯ ইনিংসে রান করেছেন ২৫২৬। ৪০.০৯ গড়ের ক্যারিয়ারে ৫ সেঞ্চুরি করেন তিনি। সর্বোচ্চ ১৪১।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct