নকীব উদ্দিন গাজী, পাথরপ্রতিমা, আপনজন: সমুদ্রের বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেল পাথরপ্রতিমার গোবর্ধনপুর গ্রাম। পূর্ণিমার ভরা কটালে গত দুই দিন ধরে নোনা জল ঢুকছে গ্রামে। ভাঙা বাঁধ দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ নোনা জল গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনার জেরে কয়েকশো বিঘা জমি নোনা জলে প্লাবিত হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জমিতে আর আমন ধানের চাষ করা যাবে না। এছাড়াও এই গ্রামের সব পুকুরে নোনা জল ঢুকে গিয়ে মাছ মারা গিয়েছে। বেশ কয়েকটি পরিবার উঁচু জমিতে সবজি চাষ করেছিল। সেই সবজি চাষও নষ্ট হয়ে গিয়েছে। এই গ্রামের বহু বাড়িও জলমগ্ন হয়ে পড়েছে। বর্তমান গোবর্ধনপুর গ্রামের বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। অর্চনা মাইতি বলেন জোয়ারের সমস্ত জল ঘরের মধ্যে ঢুকে গেছে ঘরের কোন জায়গায় থাকার ব্যবস্থা নেই কোথায় থাকবো জানিনা প্রশাসনের পক্ষ থেকে কোন কিছুই ব্যবস্থা করেনি। এক কৃষক সত্য রঞ্জন দাস বলেন সমুদ্রের নোনা জল গ্রামে ঢুকে সমস্ত চাষের জমি নষ্ট করে দিয়েছে ধান চাষ আর হবে না বর্ষার এখন অনেক বাকি ঘরের মধ্যে জল ঢুকে আছে। কোনো রকম অন্য লোকের বাড়িতে আছি প্রশাসন কতটুকু সাহায্য করবে জানি না। আর এ নিয়ে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সৌরভ দাস তিনি বলেন গোবর্ধনপুর এলাকার উপকূলবর্তী মানুষদের সমস্যা দীর্ঘদিনের পূর্ণিমার ভরা কটালে জলোচ্ছ্বাসের ফলে নোনা জল গ্রামে ঢুকে পড়েছে। ভাঙ্গা বাদ দিয়ে জল ঢুকেছে ঠিকই চাষের যথেষ্ট ক্ষতি হয়েছে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে প্রাথমিকভাবে কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct