আপনজন ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আমেরিকার আগামী নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পদত্যাগ করেছেন দেশটি সিক্রেট সার্ভিস প্রধান কিম্বারলি চিটল। হামলা সম্পর্কে আগাম তথ্য জানানোর ব্যর্থতার জন্য তিনি পদত্যাগ করেন। মঙ্গলবার কিম্বারলি চিটল কর্মীদের কাছে একটি ই-মেইল পাঠিয়ে পদত্যাগের পরিকল্পনার কথা জানান। দেশটির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গত ১৩ জুলাই পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশে নিরাপত্তা প্রটোকল নিয়ে প্রশ্ন ওঠায় মার্কিন আইনপ্রণেতাদের কাছ থেকে পদত্যাগের জন্য চাপের মুখে ছিলেন তিনি। যদিও সেদিন ট্রাম্প গুলিতে আহত হওয়ার পরও প্রাণে বেঁচে যান। কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে চিটল বলেন, নিরাপত্তার গাফিলতির পুরো দায় আমি নিচ্ছি। সাম্প্রতিক ঘটনাবলির আলোকে ভারাক্রান্ত হৃদয়ে আমি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি। ট্রাম্পের সমাবেশে সংস্থাটির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে গত সোমবার মার্কিন কংগ্রেসনাল কমিটির শুনানিতে সিক্রেট সার্ভিসের পরিচালক কঠিন প্রশ্নের মুখোমুখি হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct