আপনজন ডেস্ক: ইথিওপিয়ায় ভারি বৃষ্টিপাতের পর ভয়াবহ ভূমিধসে অন্তত ২২৯ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় সোমবার ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের গোফা জোনের একটি প্রত্যন্ত অঞ্চল কেনচো-শাচা এলাকায় ভূমিধসের দুর্ঘটনা ঘটে। গোফা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
মঙ্গলবার স্থানীয় প্রশাসন জানায়, প্রথম দফায় ভূমিধসের ঘটনা ঘটে সোমবার। এ সময় অনেকেই কাদামাটির নিচে চাপা পড়ে। তাদের সহায়তায় এগিয়ে আসে অধিবাসীরা। এরপর দ্বিতীয় দফায় ভূমিধস হয়। এতে আবারও অনেকে চাপা পড়ে।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ২২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ ও ৮১ জন নারী।
সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি) এর আগে জানিয়েছিল, কাদা থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসক দাগেমাউই আয়েলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের অধিকাংশই ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির বাসিন্দাদের সাহায্য করতে গিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct