সানাউল্লাহ আহমেদ, কলকাতা, আপনজন: বউবাজারে গণপিটুনিতে নিহত ইরশাদ আলমের পরিবারের সকল সদস্যদের চিকিৎসক পরিষেবা বিনামূল্যে দেওয়ার দায়িত্ব নিলো হোমিও চিকিৎসক ডাঃ হারুন-আল-রসিদ। ডাঃ হারুন কলকাতার বিখ্যাত ডি এন দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান হাউস ফিজিসিয়ান। বেলগাছিয়া জে কে গোষ রোডে অবস্থিত একটি বস্তিতে ডাঃ হারুনের হোমিওপ্যাথিক ক্লিনিক আর এই ক্লিনিকের পাশের একটি গলির মধ্যে মৃত ইরশাদ আলমের অসহায় পরিবারের বসবাস।
সেই সূত্রে খবর পেয়ে ডাঃ হারুন মৃত ইরসাদের আলমের বাড়িতে যান এবং মৃতের পরিবারের সদস্যদের শারীরিক স্বাস্থ্যের খোঁজ খবর নেন এছাড়াও ডা. হারুন তার ছেলে ও মেয়েদের পড়াশোনা সহযোগিতা ছাড়াও যে কোনো ধরনের চিকিৎসার পরিষেবা বিনামূল্যে করে দেওয়ার দায়িত্বভার গ্রহণ করলেন । এলাকার বিশিষ্ট সমাজসেবক বেচু সাহেব এলাকার বর্তমান বস্তির চিকিৎসা পরিষেবার অচল অবস্থার ঘুরে ঘুরে দেখালেন এবং ঐ বস্তিতে মাঝে মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়ার কথা তুলে ধরেন। ডাঃ হারুন আল রশিদ জানান আগামী ১৫ই আগষ্ট গণপিটুনিতে নিহত ইরসাদ আলমের রুহে মাগফিরাত সমবেদনা জ্ঞাপনার্থে বেলগাছিয়া সংলগ্ল সমস্ত বস্তির সকল দুঃস্থ অসহায় মানুষের বিনাপয়সায় চিকিৎসা ও ঔষধ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।