আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: চরম অব্যবস্থা স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের হাসখালির গাড়াপোতা হাইস্কুলের স্কুলে পড়ুয়া সুজল মণ্ডল বলেন,প্রধান শিক্ষক স্কুলে আসার পর থেকে স্কুলের পরিবেশ নষ্ট হয়েছে।শুধু তাই নয় স্কুলে একসাথে ছেলে এবং মেয়েরা পড়ে।নন্দিনী হালদার নামে এক স্কুলের ছাত্রী বলেন মেয়েদের বাথরুমে নেই কোনো রকম দরজা দেওয়ার ব্যবস্থা উদ্যোগ নেই প্রধান শিক্ষকের।পাশাপাশি ছাত্রছাত্রীদের এও অভিযোগ যে ,অনান্য স্কুলের থেকে স্কুলে ভর্তির জন্য বেশি টাকা নেওয়া হয়।আগে ছাত্রদের স্টাইপেন্ডের টাকা ঢুকলেও এখন এই প্রধান শিক্ষক আসার পর থেকে কোনো রকম টাকা ঢোকে না।পড়ুয়ারা আরো অভিযোগ করেন যে স্কুলের প্রধান শিক্ষক স্কুলে সময় মতো আসেননা।আর পড়াশুনাও ঠিকঠাক করান না। ছাত্ররা আরো জানান যে এর আগে বহুবার অভিযোগ করা হয়েছে পরবর্তিতে সেই জন্যে প্রধান শিক্ষক হুমকিও দিয়েছেন । ঐ স্কুলের অনান্য শিক্ষকরা জানান প্রধান শিক্ষকের অন্যায় কাজের কোনো প্রতিবাদ করলে বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে এসে হুমকি দেওয়া হয় তাদের।ছাত্র ছাত্রীরা জানান যে এই প্রধান শিক্ষককে তারা চাননা।যদিও ঐ প্রধান শিক্ষক সঞ্জিত দাস জানান পুরো টাই চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে স্কুলে বিডিও অফিস থেকে আধিকারিকরা পুরো ঘটনা খতিয়ে আসে।তারা আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের।শিক্ষকদের মধ্য থেকেও সুব্রত পোদ্দার ছাত্র-ছাত্রীদের অভিযোগ মান্যতা দিয়ে বলেন বিদ্যালয়ে পঠন পাঠন কিংবা অন্যান্য মানোনোন্নয়নের বিষয়ে প্রধান শিক্ষক কে অনুরোধ জানালে তিনি ব্যক্তিগত আক্রোশ হিসাবে ধরে নেন।এমনকি বহিরাগত দুষ্কৃতীদের ডেকেও তিনি হুমকি দিয়েছেন শিক্ষক দের এমনই দাবি তার।যদিও প্রধান শিক্ষকের দাবি পুরোটাই তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তবে এই ঘটনায় বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়ায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct