সৌদি আগ্রাসনের শিকার হয়ে প্রতি ১২ মিনিটে ইয়েমেনের একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউএনডিপি’র পরিচালক আখিম স্টেইনার নিউ ইয়র্কে এক বক্তৃতায় এই কথা জানান। তিনি বলেন, 'প্রতি ১২ মিনিটে পাঁচ বছরের কম বয়সি একটি করে ইয়েমেনি শিশুর মৃত্যুর এই পরিসংখ্যান দেশটিতে সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে। খাদ্য, সুপেয় জল ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এসব শিশু বেঘোরে প্রাণ হারাচ্ছে।' এর আগে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক ক'দিন আগে বলেছিলেন, 'ইয়েমেন বর্তমান মানব ইতিহাসের ভয়াবহত মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।' উল্লেখ্য, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরশাহীর আরো কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালো মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন শুরু করে। এর ফলে এ পযন্ত প্রায় ১৫ হাজারেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct