আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তরাবঙ্গের ৮ জেলাকে আলাদা করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার তিনি এ প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জমাও দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব জমা দিয়েছি। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর। সুকান্ত মজুমদাররের দাবি, পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গের ৮ জেলাকে যদি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তবে এই অর্থ বরাদ্দ তারাও পাবে এবং উন্নয়নের রাস্তা খুলবে। এই আট জেলা হল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ। বিজেপি অতীতে ঘুরিয়ে-ফিরিয়ে এ ধরনের মন্তব্য করলেও, এ নিয়ে সব সময়ই একটা অস্পষ্টতা রয়ে গিয়েছে। যখন উত্তরবঙ্গের নেতারা বলেছেন উত্তরবঙ্গকে আলাদা করা দরকার বা এটিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা দরকার, তখন কলকাতায় বসে রাজ্য নেতৃত্ব জানিয়েছেন এ মন্তব্য তাঁদের নীতির সঙ্গে খাপ খায় না। কিন্তু এবারে স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি এ কথা বলে বসলেন।
দলের একাংশ বলছে, সুকান্ত উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফলে বিজেপির সভাপতি থাকতে পারবেন না। তাই রাজ্যের এই জেলাগুলোকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার উদ্দেশ্য ভবিষ্যতে ওই অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিজের প্রভাব বিস্তার করা। তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ইতিমধ্যেই এ মন্তব্যের বিরোধিতা করে বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের হারের পর বিজেপি এ মুহূর্তে হতাশার মধ্যে রয়েছে। হতাশা থেকে তৈরি হওয়া সেই অবসাদ কাটাতেই এ ধরনের আজেবাজে কথা তারা বলছেন। পশ্চিমবঙ্গের স্বার্থ নিয়ে তারা কোনো দিনই চিন্তিত নয় এবং যদি তা হতো, তাহলে কেন্দ্র সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গের যে অর্থ প্রাপ্য তা নিয়ে কথা বলত, যা তারা কোনো দিনই বলে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct