আপনজন ডেস্ক: কুরমাশেভার বিরুদ্ধে সেনাকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ করার অভিযোগ ছিল। রাশিয়ার আদালত তার সাড়ে ছয় বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
কুরমাশেভার বিরুদ্ধে গোপন বিচার হয়েছে। সোমবার আদালতের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবাদিকের সাড়ে ছয় বছরের জেল হয়েছে।
৪৭ বছর বয়সি কুরমাশেভা মার্কিন সরকারের আর্থিক অনুদানে চলা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির হয়ে সাংবাদিকতা করতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ইউক্রেনে আগ্রাসনের পর তিনি রুশ সেনার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছেন।
কয়েক দিন আগেই ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরসকোভিচের ১৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল।
বার্তাসংস্থা এপি-কে আদালতের মুখপাত্র জানিয়েছেন, কুরমাশেভার শাস্তি হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি এই বিষয়ে আর বেশি কিছু বলেননি। যে রেডিওর হয়ে কুরমাশেভা কাজ করতেন তার প্রেসিডেন্ট বলেছেন, বিচারের নামে প্রহসন হয়েছে।
কুরমাশেভা তার স্বামী ও দুই বাচ্চার সঙ্গে প্রাগে ছিলেন। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর রুশ কর্মকর্তারা জানান, যে সব সাংবাদিক অন্য দেশের নাগরিক, তাদের রাশিয়ায় কাজ করতে গেলে ফরেন এজেন্ট হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে। কুরমাশেভার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফরেন এজেন্ট হিসাবে নিজেকে নথিভুক্ত করাননি।
অ্যামেরিকার অভিযোগ, রাশিয়া তাদের নাগরিকরদের যথেচ্ছভাবে গ্রেপ্তার করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct