নিজস্ব প্রতিবেদক, জলপাইগুড়ি, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানায় সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারের নির্মম অত্যাচারে কারণে মৃত্যুর অভিযোগ ওঠে আবু সিদ্দিকী নামে এক যুবকের। সেই ঘটনার ন্যায় বিচারের দাবীতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার মালবাজার মহাকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি তুলে দিল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম -এর জলপাইগুড়ি জেলার মালবাজার শাখা। স্মারকলিপি গ্রহণ করে মহকুমা প্রশাসক জানান , দাবিপত্রটি মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। স্মারকলিপি প্রদানের আগে আবু সিদ্দিক হত্যার ন্যায়বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তার,সাম্প্রদায়িকতা , মব লিঞ্চিং বন্ধের দাবিতে মিছিল করে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের মালবাজার শাখা।
নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের জলপাইগুড়ি জেলা কনভেনার ফিরোজ আলম বলেন, হত্যায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে বদলি করা হয়েছে, কিন্তু উচিৎ ছিল সাসপেন্ড করে গ্রেফতার করা । আমরা মনে করি বিচার প্রক্রিয়া কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই আমরা অবিলম্বে অভিযুক্ত রাজদীপ সহ সকলকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন ,জলপাইগুড়ি জেলা কনভেনার, ফিরোজ আলম, মাজিদুল হক, সদস্য মঞ্জির ইসলাম, সিদ্দিক হোসেন সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct