আপনজন ডেস্ক: পৃথিবীকে নিজের স্কিল দেখালেন শোয়ায়েব বশির। টেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজকে দুমড়ে-মুচড়ে দিয়ে সিরিজ জয়ের ক্ষেত্রে ক্যারিশমা দেখিয়েছেন এই তরুণ। শেষ ইনিংসে ৫ উইকেট নিয়ে উইন্ডিজদের একাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের আবিষ্কার বশির। গত বছর বশিরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। অভিষেক ম্যাচের একটা ভিডিও ক্লিপ আসে কুকের হাতে। তিনি এমন অবাক করা বোলিংয়ের ভিডিও ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও রব কি-এর সঙ্গে শেয়ার করেন। ভিডিওটি ইংলিশ ম্যানেজমেন্টের প্রায় সবার নজর কাড়ে। ভারতের বিপক্ষে অভিজ্ঞ জ্যাক লিচের স্থানে জায়গা পান তিনি।
অথচ লিচের জন্য তিনি কাউন্টি দল সমারসেটে সুযোগ পেতেন না এতোদিন। লিচের জন্যই তাকে ধারে যেতে হয় কাউন্টি ক্লাব উস্টারশায়ারে।
বশির এখন ইংল্যান্ড ক্রিকেটের নতুন এক উজ্জ্বল তারা।
ভারতের পর ডাক পান উইন্ডিজদের বিপক্ষে সিরিজেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নটিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্টে উইকেটে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছেন তিনি। পাঁচ উইকেট নেয়ার পথে দিয়েছেন মাত্র ৪১ রান। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে মাত্র ১৪৩ রানে। বেন স্টোকস তাকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে বলেছেন, ‘সে বিশ্বকে দেখিয়ে দিয়েছে নিজের স্কিল। দেখিয়েছে বল হাতে সে কী করতে পারে। সে সবসময় উইকেট নিতে চায়। কন্ডিশন তার পক্ষে থাকলে সে কী করতে পারে ভারতের বিপক্ষে দেখিয়েছে। এবার সে দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।’
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে বশিরের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে প্রতিপক্ষ। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৮৫ রানের বড় টার্গেট দেয় ইংল্যান্ড। সময় ছিল চার সেশন। কিন্তু বশিরের দূর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ এক সেশনেই গুটিয়ে যায়। ৩৬.১ ওভারে ১৪৩ রান করে দলটি হারে ২৪১ রানের বড় ব্যবধানে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বশিরের প্রশংসায় পঞ্চমুখ। মাইকেল ভন বলেন, ‘বশিরের সীমানা অনেক উঁচু। শিখতে হলে আপনাকে বোলিং করে যেতে হবে। কিন্তু সে শিখতে শিখতেই দুর্দান্ত পারফর্ম করছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বশির ইংলিশ ক্রিকেট ইতিহাসের পাতায়ও নিজের নাম তুলেছেন। ইংল্যান্ডের ঘরের মাঠে ইনিংসে ৫ উইকেট নেয়া সর্বকনিষ্ঠ বোলার এখন তিনি। ২০ বছর ২৮২ দিন বয়সে তিনি এই রেকর্ড গড়েন। ২০০৬ সালের পর টেন্ট ব্রিজে ৫ উইকেট নেয়া একমাত্র বোলারও তিনি। অবশ্য লর্ডসে প্রথম টেস্টে তিনি বোলিং করারই সুযোগ পাননি। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই আগুন ঝরিয়েছেন তিনি। ব্রেন্ডন ম্যাককালাম মনে করেন ৬ ফুট ৪ ইঞ্চির বশির উচ্চতার জন্যও ভালো সুবিধা পাচ্ছেন ও পাবেন। ইংল্যান্ডের কোচ বলেন, ‘উচ্চতা তাকে ভালো সুবিধা দিচ্ছে। বিশেষ করে স্পিনারদের মূল অস্ত্র বাউন্স। সেটি সে খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছে।’ অ্যালিস্টার কুক বলেন, ‘সে যে ফর্মে আছে, মাত্র ১০ বছর যদি নিজেকে ধরে রাখতে পারে। নিজেকে তুলতে পারবে ক্রিকেট ইতিহাসের চূড়ায়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct