সুব্রত রায়, কলকাতা, আপনজন: এই বাজেট নিতিশ নাইডুদের তেল দেওয়ার বাজেট। নিতিশ নাইডু ডিপেন ডেন্ট অ্যালায়েন্স। কিছু করার নেই তাদের ছাড়া হবে না। নরেন্দ্র মোদিজীর কিছু করার নেই। কিন্তু গোটা ভারতবর্ষের কি হবে? কৃষকদের কি হবে? ১০০ দিনের শ্রমিকদের কি হবে ?কারোরই কোন কিছু হবে কিনা তা কেউ জানে না। কোন দিশা নেই এই বাজেটে। কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার কেন্দ্রীয় বাজেট দেখে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে বলা হয় এই বাজেট হল গদি বাঁচানোর শেষ চেষ্টা। এই বাজেট অন্ধ্র- বিহার বাজেট। নির্মল আর বাজেটে অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতে বাংলার কি লাভ হবে সেটাই কেউ খুঁজে পাচ্ছেন না। কেননা এই প্রকল্প গড়ে উঠতে ১০ বছর সময় লেগে যাবে। বিহারের বুকে হাইওয়ে নির্মাণের জন্য নির্মলা সীতারামন ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু বাংলার বুকে থাকা জাতীয় সড়ক গুলির জন্য রাজ্যের হাতে থাকা স্বরূপ গুলির জন্য কোন অর্থ ঘোষণা করেননি। নির্মলা এই বাজেটকে সেই কারণেই সমর্থন করেনি তৃণমূল। একইসঙ্গে এই বাজেটকে সমর্থন করেনি বাম ও কংগ্রেস। বাংলার বঞ্চনার ক্ষুব্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিহার বা অন্ধ্রের জন্য বরাদ্দে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রে গোটা দেশকে পথ দেখায়, সেই বাংলাকে এভাবে বঞ্চিত করা হল। বাংলার মানুষ আবার জবাব দেবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct