এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: এ বছর ৪৩ হাজারেরও বেশি পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৭০ হাজার টাকা । পাশাপাশি বিদ্যুতের মাসুলে ৬৬ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা । এ বছরে অবশ্য পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও ৭৫ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তা-ই নয়, আগামী বছর এই অনুদান আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন। ২০২৫ সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে এক লক্ষ টাকা।
পাশাপাশি সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে একাধিক নির্দেশিকা দেন তিনি। এ দিন রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরাও ।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি পুজো কমিটিগুলি। তবে সামাজিক গণমাধ্যমে সমালোচকদের সংখ্যা নেহাতই কম নয়। সরকারি কোষাগারে মূলত ঘাটটির কারণেই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে নির্দেশেই খুব দরকার ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগ না করে বরং লোক কমানোর চেষ্টা করার কথা জানান রাজ্যের মুখ্য সচিব। এই ঘোষণার এক সপ্তাহের ব্যবধানে দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান ফের বৃদ্ধি হওয়ায় চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
অন্যদিকে, সংখ্যালঘু মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে গত লোকসভা নির্বাচনে রাজ্যেল মুসলিমরা উজাড় করে ভোট দিয়েছে শাসক দল তৃণমূলকে। তারপরও ইমাম ভাতা বৃদ্ধি নিয়ে কোনও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। তাই চাপা অসন্তোষ দানা বেঁধেছে ইমাম-মুয়াজ্জিনদের তরফেও বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, সোমবার শূন্যপদে নিয়োগ সংক্রান্ত একটি বৈঠক আয়োজিত হয় নবান্নে। উপস্থিত ছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সহ সরকারের মুখ্য কিছু দফতরের সচিব। মুখ্যমন্ত্রী নির্দেশেই সেখানেই মুখ্য সচিব স্পষ্ট জানিয়ে দেন বিপুল নিয়োগ একেবারেই নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct