আপনজন ডেস্ক: সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ ২০২৪-২৫ সালের জন্য ৫৭৪.৩১ কোটি টাকা বেড়ে ৩,১৮৩.২৪ কোটি টাকা হয়েছে, যা ২০২৩-২৪ সালে সংশোধিত বাজেট ২,৬০৮.৯৩ কোটি টাকা ছিল। ২০২৩-২৪ সালে মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ ছিল ৩,০৯৭.৬০ টাকা। তবে সরকারি নথি অনুযায়ী, সংশোধিত বাজেট ছিল ২,৬০৮.৯৩ টাকা।
এ বছর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের যে বাজেট বরাদ্দ করা হয়েছে ৩,১৮৩.২৪ টাকা তার মধ্যে ১,৫৭৫.৭২ কোটি টাকা শিক্ষার ক্ষমতায়নের জন্য। সংখ্যালঘুদের জন্য প্রি-ম্যাট্রিক স্কলারশিপের জন্য ৩২৬.১৬ কোটি টাকা এবং সংখ্যালঘুদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের জন্য ১,১৪৫.৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মেরিট কাম মিনস ভিত্তিক বৃত্তির জন্য বরাদ্দ ৩৩.৮০ কোটি টাকা। তবে প্রি ম্যাট্রিক স্কলারশিপ গত বারের তুলনায় এবার বরাদ্দ কমেছে। ২০২২-২৩ বর্ষে প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য প্রথমে বাজেট বরাদ্দ করা হয়েছিল ৪৩৩ কোটি টাকা। পরে তা কমে ৪০০ কোটি হয়। এবছর কমে দাঁড়িয়েছে ৩২৬.১৬। ফ্রি কোচিং ও তদ সম্পর্কিত প্রকল্পে ১০ কোটি টাকা। মন্ত্রকের প্রধান প্রকল্পগুলির জন্য মোট ২,১২০.৭২ কোটি টাকার সংস্থান করা হয়েছে।
মন্ত্রকের অন্যতম প্রধান কর্মসূচি ‘প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম’-এর জন্য এবার ৯১০.৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাওলানা অাজাদ এডুকেশন ফাউন্ডেশনের জন্য এবারও কোনও বরাদ্দ করা হয়নি। ন্যাশনাল মাইনোরিটি কশিনের জন্য বরাদ্দ করা হয়েছে ৮.১১ কোটি টাকা। আর ন্যাশনাল কমিশন ফর মাউনোরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন এর জন্য মাত্র ৩ কোটি টাকা।
মুসলিম মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে এবছর কোন বরাদ্দ নেই। তবে, মাওলানা আজাদ ন্যাশনাল ফেলাশিপ ফর মাইনোরিটি স্টুডেন্ট প্রকল্পে ১৩.৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্কিল ডেভলপমেন্ট প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৩ কোটি টাকা। সংখ্যালদের বিশেষ প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২৬ কোটি টাকা। উত্তর পূর্বাঞ্চলের সংখালঘুদের জন্য ৩১৮.৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বছর শেষে প্রকৃত বাজেট কি হয় সেটাই দেখার। কারণ, গত বছর মূল বাজেটে যে বরাদ্দ করা হয়েছিল পরে তা সংশোধিত হয়ে প্রায় ৫০০ কোটি টাকা যায়। তাই গতবারের মতো এবারেও সংশোধিত বাজেটে ৫০০ কোটি টাকা কমে গেলে এবছর বাজেট বৃদ্ধির প্রসঙ্গ হারাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct