সুব্রত রায়, কলকাতা, আপনজন: অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণে আনতে এবার উদ্যোগী হল রাজ্য পরিবহন দপ্তর। ক্যাব নিয়ে কোটা অভিযোগের সুরাহা করতে এবার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করল রাজ্য পরিবহন দপ্তর। সোমবার ক্যাবের বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী নিয়ে স্নেহাশীষ চক্রবর্তী সহ রাজ্য পরিবহন নিগমের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত শীর্ষ আধিকারিকগন।
অ্যাব ক্যাবের সংগঠনগুলির সঙ্গে মালিকপক্ষের এবং অ্যাব ক্যাবের ড্রাইভারদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া সহ বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে যে যাত্রীসাথী অ্যাপস এর ব্যবস্থা করা হয়েছে তাকে আরও উন্নত করা হচ্ছে।
যাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ব্লক করে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে,জীবন জীবিকার স্বার্থে সেই বিষয়গুলি পুনর্বিবেচনা করে তাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েও দ্রুত আলোচনা হবে বলেও এদিন জানান পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
পাশাপাশি অ্যাপ ক্যাবের ড্রাইভাররা যাতে তাদের সঠিক কমিশন থেকে বঞ্চিত না হয় সে বিষয়টিকে নিশ্চিত করতেও ব্যবস্থা করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী। অ্যাপ ক্যাব এর সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তারা যেসব দাবি রেখেছেন এবং যা কিছু নিয়ে আলোচনা হয়েছে সেগুলো কবে বাস্তবায়িত হয় সেদিকেই নজর থাকবে সকলের। তাদের দীর্ঘদিনের দাবিগুলো যদি না মেটে এবং সমস্যা সমাধান না হয় তাহলে তারা ফের আন্দোলন শুরু করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct