আপনজন ডেস্ক: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিসিসিআই। প্যারিস অলিম্পিক্সের জন্য আইওএ-কে ৮.৫ কোটি টাকা অর্থসাহায্যের কথা ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ। ১১৭ সদস্যের দল দেশের হয়ে পদক জেতার লক্ষ্য নিয়ে ফ্রান্সের রাজধানীতে পাড়ি দেবে। তাঁদের মনোবল বাড়াতে এগিয়ে এল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
টুইট করে জয় শাহ লেখেন, “আমি ঘোষণা করতে গর্ববোধ করছি, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করতে যাওয়া আমাদের অবিশ্বাস্য অ্যাথলিটদের পাশে দাঁড়াচ্ছে বিসিসিআই। এই অভিযানে আইওএ-কে ৮.৫ কোটি দিচ্ছি আমরা। তাঁদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। ভারতকে গর্বিত করো। জয় হিন্দ।” দেশ থেকে সবমিলিয়ে ৪৭ জন মহিলা এবং ৭০ জন পুরুষ অ্যাথলিট প্যারিস অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এর মধ্যে সর্বাধিক ২৯ জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ডে খেলতে নামবেন। দ্বিতীয় স্থানে আছেন আমাদের শুটাররা, মোট ২১ জন শুটার অলিম্পিক পদক জেতার লক্ষ্যে লড়বেন। ভারোত্তোলনে আছেন মাত্র একজন, মীরাবাই চানু। ইকুয়েস্ট্রিয়ান, জুডো এবং রোয়িংয়েও একজন করেই প্রতিনিধি আছেন।
অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথমবার ভারতের অ্যাথলিট এবং কোচিং স্টাফের অনুপাত প্রায় ১:১ হতে চলেছে। ৬৭ জন কোচ এবং ৭২ জন সাপোর্ট স্টাফ প্যারিসের উদ্দেশে রওনা দেবেন। যেমন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর মেন্টর হিসেবে যাবেন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct