অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে ভারতে ফিরছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পড়তে যাওয়া পড়ুয়ারা। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দিয়ে ভারতে ফিরলেন প্রায় ৩০০ জনির বেশি ছাত্র-ছাত্রীরা। যার মধ্যে এদেশের ছাত্রছাত্রীদের পাশাপাশি কিছু নেপালের ছাত্র-ছাত্রী রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পড়তে যাওয়া সৃজা মাইতি নামে এক পড়ুয়া জানান, ‘হোস্টেলের মধ্যেই ছিলাম। খুব ভয় লাগছিল। আজ নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে দিয়েই আমাদের দেশে পৌঁছে দেয়া হয়েছে। এখন খুব ভালো লাগছে।’
এ বিষয়ে বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন বলেন, ‘আজ প্রায় ৩২৩ জন পড়ুয়া হিলি বর্ডার দিয়ে ভারতে এসে পৌঁছেছে। এর মধ্যে অনেকেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। গড়ে প্রায় ৪০ জনের মতো রয়েছেন, যাদের মধ্যে কিছু পড়ুয়া নেপালে, কিছু আসামে এবং কিছু শিলিগুড়িতে যাবেন। আমরা সকলের সাথে কথা বলেছি। তাঁরা তাদের গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করে ফেলেছে ইতিমধ্যে। প্রশাসনের তরফ থেকে যে সমস্ত সহযোগিতা করা প্রয়োজন, আমরা তার সবটাই করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct