আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি প্রেসিডেন্ট বাইডেনসহ মার্কিন কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দেওয়ার দায়ে ফ্লোরিডার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার কয়েকদিন এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম জেসন প্যাট্রিক অ্যালডে (৩৯)। ফ্লোরিডার নর্দার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, গত সোমবার জেসন প্যাট্রিককে গ্রেপ্তার করা হয়।
ফ্লোরিডার কুইন্সির বাসিন্দা অ্যালডের বিরুদ্ধে ‘হুমকিপূর্ণ বার্তা পাঠানো, প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার কাজে নিযুক্ত’ থাকার অভিযোগ আনা হয়েছে বলে অ্যাটর্নি অফিস বুধবার এক ঘোষণায় বলেছে।
ফৌজদারি অভিযোগ অনুসারে, গত মাসে ফ্লোরিডার তালাহাসিতে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করার সময় বাইডেন সম্পর্কে হুমকিমূলক বিবৃতি দিয়েছিলেন অ্যালডে। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া নানা পোস্টে তিনি আরও হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর অ্যালডেকে বিচারের অপেক্ষায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct