আপনজন ডেস্ক: প্যারিসের সেইন নদী দূষণমুক্ত এবং সেখানে সাঁতার কাটা নিরাপদ এটি প্রমাণ করতে নিজেই পানিতে নামেন মেয়র এনি হিদালগো। উপস্থিত মানুষের সামনে নদীতে সাঁতানোর পুরোটা সময় হাস্যোজ্জ্বল ছিলেন তিনি।
এনবিসি নিউজের বুধবারের (১৭ জুলাই) প্রতিবেদনে বলা হয়, এ নদীতে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ হিসেবে পরিচিত গ্রীষ্মকালীন অলিম্পিকের ইভেন্ট আয়োজনের কথা রয়েছে। ২৬ জুলাই প্যারিসে এ মহা ক্রীড়ার আসর বসবে। তার মধ্যে সেইন নদীতে ম্যারাথন সাঁতার, রোয়িং ও ক্যানোয়িংসহ একাধিক ইভেন্ট আয়োজন করা হবে।
কিন্তু দূষণের কারণে নদীটি অ্যাথলেটদের জন্য নিরাপদ নয় বলে জনমনে শঙ্কা জাগে।
এরপর বছরব্যাপী সিটি কর্তৃপক্ষের পরিচ্ছন্ন অভিযানের পর এটিকে নিরাপদ ঘোষণা করা হয়। এতেই ক্ষান্ত না হয়ে সুইমিং স্যুট পরে মেয়র এনি হিদালগো নিজেই সাঁতার কাটেন। তার সঙ্গে আয়োজক কমিটির অন্যান্যরাও যোগ দেন। পরে মেয়র জানান, হ্যাঁ, পানি সম্পূর্ণ পরিষ্কার। কোনো অস্বাস্থ্যকর উপাদান নেই। এমনকি তাপমাত্রাও সহনীয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct