এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ভিড়ে ঠাসা সভায় আজানের শব্দে বক্তব্য বন্ধ রাখলেন ঠাকুর কন্যা মধুপর্ণা ঠাকুর ৷ কলকাতার ধর্মতলা চত্বরে তখন তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে তিলধারণের জায়গাটুকু নেই ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই শহিদ স্মরণে উপস্থিত হয়েছেন সকলেই ৷ উদ্দেশ্য একটাই নেত্রী কি বার্তা দেন তা সামনে থেকে একবার শুনে যাবেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আসতে তখনও কিছুটা বাকি, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শেষে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বক্তব্য রাখতে আহ্বান করেন বাংলার নবনির্বাচিত সর্বকনিষ্ঠ নিধায়ক ঠাকুরনগর ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণাকে ৷ উল্লেখ্য বাগদা উপনির্বাচনে বিজেপিকে পরাস্ত করে সর্ব কনিষ্ঠ বিধায়ক হিসাবে এখন বঙ্গ রাজনীতির আঙিনায় জোর চর্চায় মধুপর্ণা ঠাকুর্ মাত্র বছর পঁচিশের যুবতী মধুপর্ণার কাঁপা কাঁপা কন্ঠের ঝাঁঝালো বক্তব্যে মুগ্ধ গোটা সবুজ শিবির ৷ শুধু তাই নয় তার সৌজন্যতা এবং পরধর্মসহিষ্ণু মনোভাবের জন্যও তাঁকে প্রশংসা করেছে অনেকেই ৷ এ দিন দেখা যায় রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখছিলেন সেসময় হঠাৎ পাশের টিপু সুলতান মসজিদ থেকে জোহরের নামাজের জন্য আজান শুরু হয় ৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বক্তব্যরত মধুপর্ণাকে জানানো মাত্রই তিনি বক্তব্য বন্ধ করে দেন৷ আজানের জন্য প্রায় তিন মিনিট স্থগিত থাকে সভার কার্যক্রম ৷ আজান শেষে পুনরায় বক্তব্য শুরু করে মধুপর্ণা ৷
সভায় উপস্থিত সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিষয়টিতে সন্তোষ প্রকাশ করে মধুপর্ণাকে ধন্যবাদ জানান ৷
পোড়খাওয়া রাজনৈতিক না হলেও মধুপর্ণা বক্তব্যের আসরে সকলকে প্রণাম জানিয়ে বলেন আমি বিধায়ক হয়ে নয়, আপনাদের ঘরের মেয়ে হয়ে এসেছি্ এবার আমার আপনাদের ভালবাসা ফিরিয়ে দেওয়ার পালা ৷ বিজেপির বিরুদ্ধেও কড়া সমালোচনা করে তিনি ্ বলেন, “ভোট এলেই বিজেপি নারী শক্তি নিয়ে কথা বলে। কিন্তু বিজেপিকে প্রশ্ন করি, আপনাদের মন্ত্রী আমার দাদা শান্তনু ঠাকুর আমার বিধবা মা, আমাকে ও আমার বড়দিকে বের করে দিয়েছিল বাড়ি থেকে্ আপনারা নারী শক্তির কথা বলেন কোন মুখে? সে সবের উত্তর তো আপনারা দিলেন না্ কোনও বিচার নেই কেন? শুধু কী ভোটের জন্যই নারী শক্তির কথা? আসলে বিজেপির কোনও ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই্”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct