আপনজন ডেস্ক: ডি দেবরাজ উরস ট্রাক টার্মিনাল লিমিটেডের (ডিডিআইটিএল) ভুয়ো বিলের মাধ্যমে ৩ কোটি টাকা পেয়েছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক ডি এস ভিরাইয়া এই অভিযোগ এবার সামনে এল। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিডিআইটিএল-এর চেয়ারম্যান ছিলেন ভিরাইয়া বেঙ্গালুরুর তিনটি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পেয়েছিলেন বলে অভিযোগ। ডিডিআইটিএল ৬৬৮টি কাজের জন্য মোট ৩৯.৪২ কোটি টাকার জাল বিল তৈরি করেছিল যা অনুমোদিত হয়েছিল তবে কখনও কার্যকর করা হয়নি। এর মধ্যে ৬৬৫টি কাজের জন্য ৩ কোটি টাকা পেয়েছে সংস্থাগুলি।ঠিকাদার বা আনুষঙ্গিক সরবরাহকারীদের কাছ থেকে ভিরাইয়া এই অর্থের কিছু বা পুরো (৩৬.৪২ কোটি টাকা) পেয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct