সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: গ্রামীণ সড়ক নয়, খোদ রাজ্য সড়কের বেহাল দশা ফেরাতে নামলেন স্থানীয়রা, নির্বিকার প্রশাসন । বর্ষা শুরু হতেই বেহাল হতে শুরু করেছে বহু সড়ক। যার একটা বড় অংশই গ্রামীণ সড়ক। তবে বাঁকুড়ায় এবার একটি রাজ্য সড়কের হাল এমন হল যে স্থানীয়দেরই নামতে হল ঝুড়ি কোদাল কাঁধে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের কোতুলপুর মিল মোড় এলাকার। স্থানীয়রা সড়ক মেরামতিতে নামলেও নির্বিকার প্রশাসন। বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক বিষ্ণুপুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়ক। এই সড়ক শুধু বাঁকুড়ার বিস্তীর্ণ অংশকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে তাই নয়, এই সড়কের উপর মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি ও মন্দির নগরী বিষ্ণুপুর অবস্থিত হওয়ায় পর্যটনের ক্ষেত্রেও এই সড়কের গুরুত্ব অপরিসীম। সম্প্রতি এই রাস্তায় কোতুলপুর সংলগ্ন মিল মোড় এলাকায় তৈরী হয় বড় বড় গর্ত। সেই গর্তে বর্ষার জল জমে পদে পদে কাজ তৈরী হয়েছে মৃত্যু ফাঁদ। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ব্যস্ত রাজ্য সড়কের এমন দশায় প্রশাসনের টনক না নড়লেও বিষয়টি নজর এড়ায়নি স্থানীয়দের। রাস্তা মেরামতের দাবীতে একাধিকবার আবেদন নিবেদনেও প্রশাসন এগিয়ে না আসায় শেষ পর্যন্ত এলাকার মানুষই হাত লাগালেন সড়ক মেরামতির কাজে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চেয়ে চিন্তে টাকা জোগাড় করে স্থানীয়রা রাস্তার খানাখন্দে ইট ফেলে সড়কটি সাময়িক মেরামত করার কাজ শুরু করেন । স্থানীয় কোতুলপুর পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের দাবী ওই রাজ্য সড়কটির রক্ষণাবেক্ষণ করে রাজ্য সরকারের পুর্ত বিভাগ। সম্প্রতি ওই সড়কের মিল মোড় এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়েছে। বিষয়টি দ্রুত পূর্ত বিভাগের নজরে এনে সড়ক মেরামতির ব্যবস্থা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct