আপনজন ডেস্ক: দেশে ফেরাটাই যেন কাল হলো শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশানার। আজ আম্বালানগোদায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন তিনি।
স্ত্রী ও দুই সন্তানের সামনেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ৪১ বছর বয়সী নিরোশানাকে গুলি করেছেন বলে জানা গেছে। ১২ বোরের আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান পুলিশ।
দুর্বৃত্তকে চিহ্নিত করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া জানিয়েছেন, নিরোশানার হত্যা গ্যাংদের বিরোধে কারণে হয়ে থাকতে পারে।
ঘনিষ্ঠ বন্ধু দাসুন মানাওয়াদু খুন হওয়া পর দেশ ছেড়েছিলেন নিরোশানা। তিন মাস আগে দেশে ফিরে এসেছিলেন তিনি।
কিন্তু দেশে ফিরে বন্ধুর মতোই খুন হলেন তিনি। মাত্র ২০ বছর বয়সে ক্রিকেট ক্যারিয়ার ছেড়েছিলেন নিরোশানা। ২০০৪ সালে ক্রিকেট ছাড়ার আগে দেশের সম্ভাবনাময় একজন ক্রিকেটার ছিলেন।
২০০২ সালে নিরোশানার নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিল শ্রীলঙ্কা।
সিনিয়র দলে খেলার সুযোগ না পেলেও তার অধীনেই বয়সভিত্তিক দলে খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা ও পারভেজ মাহরুফদের মতো ক্রিকেটাররা। ক্যারিয়ারে ১২টি প্রথম শ্রেণির এবং ৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার নিরোশানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct