আপনজন ডেস্ক: শনিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেওয়াল জাতিবিদ্বেষী মন্তব্য ও সাম্প্রদায়িক স্লোগান দিয়ে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছে জেএনইউয়ের ছাত্র সংগঠন।এনএসইউআই ইউনিটের সাধারণ সম্পাদক কুণাল কুমারের অভিযোগ, ক্যাম্পাসের কাবেরী হস্টেলের দেওয়ালে ‘দলিত ভারত ছোড়ো, ‘ব্রাহ্মণ বানিয়া জিন্দাবাদ’ এবং ‘আরএসএস জিন্দাবাদ’ লেখা ছিল।ওই শিক্ষার্থীর দাবি, ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ দেয়াল রং করেছে। ডিন অফ স্টুডেন্টস মনুরাধা চৌধুরীর অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাবেরী হোস্টেলের ওয়ার্ডেন মণীশ কুমার বার্নওয়াল এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। ছাত্র সংগঠন এনএসইউআইয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে আমরা, জেএনইউয়ের মানবরা কাবেরী হোস্টেলের সাম্প্রতিক ঘটনাগুলিতে গভীরভাবে উদ্বিগ্ন, যেখানে দলিত বহুজন সম্প্রদায়ের বিরুদ্ধে বর্ণবাদী গালির পাশাপাশি “ব্রাহ্মণ বানিয়া জিন্দাবাদ” এবং “আরএসএস জিন্দাবাদ” এর মতো স্লোগান লেখা হয়েছে।এই স্লোগানগুলি আমাদের বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে আরএসএস এবং তার সমর্থকদের ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদী প্রকৃতি স্পষ্টভাবে প্রকাশ করে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। ক্যাম্পাসে বারবার লেখা ‘দেশবিরোধী’ স্লোগানের ঘটনা খতিয়ে দেখতে গত বছর একটি কমিটি গঠন করেছিল জেএনইউ। স্কুল অব ল্যাঙ্গুয়েজ ভবনের দেয়ালে লেখা ‘ভারত-অধিকৃত কাশ্মীর’, ‘ফ্রি কাশ্মীর’ এবং ‘ভগওয়া জালেগা’ স্লোগানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই কমিটি গঠন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct