সুব্রত রায়, কলকাতা, আপনজন: রবিবার শহীদ সভাকে রাজনৈতিক সভা নয়, মনে রাখবেন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। দেশের অস্তিত্ব রক্ষা, বাংলার মায়ের অস্তিত্ব রক্ষা করার সভা। শনিবার ধর্মতলায় শহীদ মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরোও বলেন, প্রতিবারই নতুন কাউকে এই শহীদ সভায় আমন্ত্রণ জানানো হয়। এবছর অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো হয়েছে। আবহাওয়া ভালো থাকলে অখিলেশ আসবেন। একুশের শহীদ স্মরণ দিনটিতে তৃণমূল কংগ্রেস যেমন শহীদদের স্মরণ করে তেমনি তার পাশাপাশি সারা বছর নির্বাচনে মা মাটি মানুষের প্রতি সাধারণ মানুষ যে সমর্থন ও আশীর্বাদ জ্ঞাপন করে সেই মা মাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এই শহীদ স্মরণ অনুষ্ঠানে। দূর দুরান্ত থেকে আগত জেলার কর্মীদের প্রতি তৃণমূল সুপ্রিমোর সাবধান বাণী বাসের চালককে জোরে গাড়ি চালাতে দেবেন না। এতে দুর্ঘটনা ঘটে। যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য তৃণমূল সুপ্রিমো পুলিশকে নির্দেশ দিয়েছেন বলেও এদিন জানান। ট্রেনে চেপে যারা ধর্মতলায় একুশে মঞ্চে বক্তব্য শুনতে আসবে তাদের ট্রেনের কামরা থেকে মাথা বাইরে বিপজ্জনকভাবে না বের করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি রেল দপ্তরকে ধর্মতলায় সভাতে যাতে জেলা থেকে মানুষজন আসতে পারে তার জন্য ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানান। মমতা জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের কেউ নেতা নেই, সকলেই কর্মী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct