আপনজন ডেস্ক: সূর্যকুমার যাদবই হলেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। তাঁকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের জন্য আজ টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের সহ-অধিনায়কও বদলে ফেলা হয়েছে, এবার সে দায়িত্ব পেয়েছেন শুবমান গিল। ওয়ানডেতে আগের মতোই অধিনায়ক আছেন রোহিত শর্মা।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। ফলে নতুন অধিনায়ক খুঁজতে হতো ভারতকে। মাঝে জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় সারির একটি দলকে নেতৃত্ব দেন গিল। এবার পূর্ণশক্তির দলেও সে দায়িত্ব পেলেন তিনি।
বিশ্বকাপেও রোহিতের সহকারী ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে ভারতের সংবাদমাধ্যমগুলো আগেই জানায়, পান্ডিয়ার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ফিটনেসের কথা ভেবে তাঁকে বিবেচনা করা হচ্ছে না আর। এরপর জানা যায়, নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরও পান্ডিয়ার মতো কাউকে দলের অধিনায়ক হিসেবে চান না।
বিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য সূর্যকুমারকে অধিনায়ক করার ব্যাপারে আলাদা কিছু বলেনি।
শুধু স্কোয়াডের তালিকায় সূর্যকুমারকে অধিনায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে সংযুক্তি হিসেবে বলা হয়েছে, ‘২০২৪-২৫ ঘরোয়া ক্রিকেট মৌসুমে খেলোয়াড়দের পাওয়া এবং অংশগ্রহণের ব্যাপারটি বিসিসিআই পর্যবেক্ষণ করবে।’
আইপিএলের বাইরে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে সূর্যকুমার। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজেও ভারতের অধিনায়ক ছিলেন এ ব্যাটসম্যান, এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করেন। ভারতের প্রথম পছন্দের একাদশেও তিনি আছেন। পাশাপাশি টেস্টে তিনি বিবেচনায় নেই বলে ওয়ার্কলোডের ব্যাপারটিও নেই।
অবশ্য রোহিতের পর টি-টোয়েন্টিতে পান্ডিয়াই অধিনায়ক হবেন, এমন ইঙ্গিতও ছিল। এরই মধ্যে ভারতকে ৩টি ওয়ানডের পাশাপাশি ১৬টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া। এ ছাড়া আইপিএলে গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ানসকেও নেতৃত্ব দিয়েছেন এ অলরাউন্ডার। সর্বশেষ মৌসুমে রোহিতকে সরিয়ে মুম্বাই অধিনায়ক বানিয়েছিল তাঁকে।
শ্রীলঙ্কা সফরে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ভারত। পাল্লেকেলেতে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৭ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে। কলম্বোতে ২ আগস্ট শুরু হয়ে ৭ আগস্ট শেষ হবে ওয়ানডে সিরিজ।
শ্রীলঙ্কা সফরে ভারতের টি-টোয়েন্টি দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, রিংকু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, অর্শদীপ সিং, খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ।
ভারতের ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হার্শিত রানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct