আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুজিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনাই রীতিমত অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। এক সময়ই এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা পুকুরে নামা পর্যন্ত যায় না। পুকুর বোজানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙ্গুল উঠেছে তারা হল বোলপুর পৌরসভা এবং রেল। রেলের জায়গায় এই পুকুরটি রয়েছে। যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে। অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনেই ফেলছে। এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার এলাকাবাসী। তাদের দাবি, তাদের এলাকায় আর কোন পুকুর নেই। এই পুরুটি তাই বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct