অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত আঙ্গিনা বরইট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির। মূলত বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার ও শিশুদের উপর যৌন নির্যাতনের বিষয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন শক্তি বাহিনীর জেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কমল রায়, কুমারগঞ্জ থানার এএসআই শ্রীমন্ত রায়, সোমজিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনরায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুদ্ধদেব দাস সহ আরো অনেকে।
জানা গিয়েছে, মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার ও শিশুদের উপর যৌন নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে শক্তি বাহিনী ও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করা, পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা করার গুরুত্বের উপর জোর দেওয়া হয় এদিনের এই সচেতনতা শিবিরে।
এ বিষয়ে শক্তি বাহিনীর দক্ষিণ দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান বলেন, ‘ছাত্র-ছাত্রীদের মধ্যে দিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি করবার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছিল। আশা করছি এই ধরণের সচেতনতামূলক শিবিরের মধ্যে দিয়ে আমরা সমাজে বাল্যবিবাহ, শিশু পাচার ও শিশু যৌন নির্যাতন মুক্ত পরিবেশ তৈরি করতে পারবো।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct