সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন।পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে বেশকিছু মানুষজন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ম্যানগ্রোভ নিধন করে চলছে।ফলে বারে বারে প্রাকৃতিক দুর্যোগের সম্মূখীন হতে হচ্ছে সুন্দরবন কে।এমনকি বিঞ্জানীদের ধারণা বিশ্ব উষ্ণায়ণ আর ম্যানগ্রোভ নিধনের জন্য সুন্দরবন আগামী দিনে পৃথিবীরমানচিত্র থেকে বিলীন হয়ে যেতে পারে।উল্লেখ্য এমনই ম্যানগ্রোভ নিধন যঞ্জ সুন্দরবনের সর্বত্রই চলছে।এছাড়াও ক্যানিংয়ের ডাবু,নিকারীঘাটা,গোলাবাড়ি,বুধোখালি সহ মাতলা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় চলছে ম্যানগ্রোভ নিধন যঞ্জ। গত ৫ দিন আগে ম্যানগ্রোভ কেটে অবৈধ ঘর নির্মাণ করার জন্য ইটখোলা পঞ্চায়েতের বুধোখালি থেকে একজন কে গ্রেফতার করেছিল ক্যানিং থানার পুলিশ।এছাড়াও ডাবু পর্যটন সংলগ্ন মাতলা নদীর তীরে ম্যানগ্রোভ ধ্বংস রুখতে বিগত দিনে বেশ কয়েকবার আচমকা হানা দিয়েছিল।সেক্ষেত্রে প্রচুর বেআইনি কাটা ম্যানগ্রোভ উদ্ধার করেছিল পুলিশ।প্রতিনিয়ত এমন ম্যানগ্রোভ ধ্বংস রুখতে নজরদারীও বাড়িয়েছে ক্যানিং থানার পুলিশ। তা স্বত্বেও পুলিশের নজরদারী এড়িয়ে বেশকিছু অসাধু চক্র ম্যানগ্রোভ নিধন চালিয়ে যাচ্ছে।জানা গিয়েছে নদীতে ভাটার সময় অসাধু ব্যক্তিরা ম্যানগ্রোভ অরণ্যে নেমে একের পর এক ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে রেখে আসে।নদীতে জোয়ার এলে সেই সমস্ত কাট নিয়ে পাচার করে দেওয়া হয়। এমনকি নৌকা কিংবা ভুটভুটি করে বেআইনি কাঠ নিয়ে পাচার করা হয় বলে অভিযোগ।
ম্যানগ্রোভ অরণ্য অক্ষত রাখতে ক্যানিং থানার পুলিশ নজরদারী বাড়িয়েও ক্ষান্ত থাকেন নি।ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসকারীদের কে কড়া হাতে দমন করতে অভিনব পন্থা অবলম্বন করেছে ক্যানিং থানার পুলিশ প্রশাসন। ম্যানগ্রোভ ধ্বংস রুখতে এবং অসাধু চক্রকে দমন করতে বৃহষ্পতিবার বিকালে রীতিমতো মাইকিং করে সচেতন করা হয়েছে ক্যানিংয়ের বিভিন্ন এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct