দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদার মানিকচকের এনায়েতপুরে বিদ্যুৎ বিভ্রাটের দরুন রাস্তা উপলক্ষে কেন্দ্র করে পুলিশের গুলি চালানোর ঘটনায় রিপোর্ট তলব করল নবান্ন। পুলিশ সুপারের কাছে অবিলম্বে বিপদ চেয়ে পাঠিয়েছে নবান্ন। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, সারারাত থাকছে না বিদ্যুৎ বলে অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। লাঠি হাতে বিক্ষোভে সামিল হন মহিলারা। মালদার মানিকচক থানার নুরপুর এলাকার ঘটনা। সকাল আটটা থেকে শুরু হয় বিক্ষোভ। দুপুরের পরেও বিক্ষোভ চলে।মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । পরে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রথমে লাঠিচার্জ করে। পরে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। এরপর গুলি ছোড়ে পুলিশ। তাতেই দুজন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। পাল্টা গ্রামবাসীরা ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। চারজন পুলিশ কর্মীকে গুরুতর আহত করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় পথ অবরোধ হয়। বুধবার সকাল থেকে পথ অবরোধ চলে মানিকচকের নুরপুর, মন্ডলপাড়া, সবজিপাড়া ও হাসপাতাল মোড়ে। এছাড়াও ঘন ঘন লোড শেডিং, লো-ভোল্টেজ সমস্যার প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভের খবর মিলেছে মানিকচকের এনায়েতপুর ও মোহনা এলাকাতেও। উত্তেজিত জনতার হামলায় রক্ত ঝরল মালদার মানিকচক থানার আইসির। এছাড়াও আক্রান্ত হলেন আরও একাধিক পুলিশ কর্মী। আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় চার ঘন্টা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা।সুত্রের খবর পুলিশের গুলিতে দুজন জখম তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসা হয়।
অবশেষে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে মালদা থেকে বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেন। উদ্ধারের পর ধরপাকড় অভিযান শুরু করে পুলিশ। আর ধরপাকড়, অভিযান শুরু করতেই গোটা এলাকা কার্যত শুনশান হয়ে পড়ে বলে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct