আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া জেলায় সবজি বাজার দর নিয়ন্ত্রণে পরিদর্শনে বিডিও ও পুলিশ প্রশাসন।বাজারদর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ- সমস্ত জিনিসপত্রের জোগান বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ৷প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর,মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও জেলাগুলি এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব।এদিনের এই বৈঠকের লক্ষ্য ছিল, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কি না, তার মূল্যায়ন করা। সেখানে বিভিন্ন দফতর তথা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজারদর সম্পর্কে জানতে চান মুখ্যসচিব। সেক্ষেত্রে বিগত আট দিনে বাজারদরে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়েও খবর নেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই নদীয়া জেলার নাকাশিপড়া, কল্যাণী সহ বিভিন্ন বাজারে ফুলিয়ার একাধিক বাজারে বিডিও এবং থানার পুলিশ অধিকারিকদের যৌথ পরিদর্শনে আসেন।শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা এই অভিযান চালান। এ বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, আজ পরিদর্শন করেন তিনি এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। প্রত্যেকটা কাঁচামালের দাম পর্যবেক্ষণ করে আমদানি রপ্তানির কথা জিজ্ঞাসা করেন। প্রশ্ন করেন মূল্য বৃদ্ধি প্রসঙ্গে। তাদের মতামত একই সাথে ক্রেতাদের সাথেও কথা বলেন তারা। সরকারি নির্দেশ অনুযায়ী আমদানি বাড়বে এবং সুফল বাংলার স্টল বিভিন্ন বাজারে নামার সম্ভাবনা আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct