আপনজন ডেস্ক: রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও অ্যান্টোনিও রুডিগারকে লক্ষ্য করে ইন্টারনেটে বর্ণবাদী আক্রমণের দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আট মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, স্পেনের ক্রীড়া পত্রিকা মার্কা’র ডিজিটাল সংস্করণের ফোরামে বিভিন্ন ছদ্মনামে ভিনিসিয়ুস ও রুডিগারকে বর্ণবাদী আক্রমণ করেন এক ব্যক্তি। পাশাপাশি রুডিগারের ধর্ম নিয়েও কটূক্তি করেন ওই ব্যক্তি।
কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তিকে ২০ মাসের জন্য মার্কার ফোরামে অংশগ্রহণ না করার আদেশ দিয়েছে আদালত।
বৈষম্যহীন কর্মসূচিতে অংশগ্রহণের শর্তে তার কারাদণ্ডের সাজা স্থগিত করা হয়েছে। যদিও স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে সচরাচর কারাবাস করতে হয় না।
২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct