আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুর শহরে ৯ নম্বর ওয়ার্ডে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বেহাল অবস্থা পরে আছে। অবস্থা এতটাই খারাপ যে সাধারন মানুষ যারা ডাক্তার দেখাতে আসছেন তাদেরকে প্রচন্ড অসুবিধা ভোগ করতে হচ্ছে। কারণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট করাতে হচ্ছে বহীবিভাগে ডাক্তার দেখানোর জন্য। বাইরে প্রচন্ড দাবদহ তার ওপর ভিতরে একসঙ্গে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে বহি বিভাগের টিকিট নেওয়ার জন্য এবং টিকিটরুমে পাশেই বেডে শুয়ে আছে বিভিন্ন ধরনের রোগী তাদের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বহি বিভাগে দেখানোর জন্য টিকিট নিতে হচ্ছে তার ফলে একদিকে যেমন অসুস্থ রোগী ভর্তি আছেন তাদের অসুবিধা হচ্ছে অপরদিকে যারা ডাক্তার দেখাতে আসছেন তাদেরকেও এই প্রচন্ড গরমে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি যে রুমে টিকিট দেওয়া হচ্ছে সেই রুমের অবস্থা প্রচন্ড খারাপ। ভিতর থেকে রুমের উপর দিকে তাকালে দেখা যাচ্ছে কিছু কিছু অংশ ছাদের ছেড়ে পড়েছে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। এছাড়া দেখা গেল এই প্রচন্ড গরমের মাঝে ফ্যান বন্ধ হয়ে পড়ে আছে অভিযোগ করা সত্ত্বেও মেরামতির কোন ব্যবস্থা হয়নি বলে অভিযোগ করেছেন ভর্তি থাকা রোগীর পরিবার জন। সাধারণ মানুষ চাইছেন এই স্বাস্থ্য কেন্দ্রে বহু মানুষ ছুটে আসেন ডাক্তার দেখাতে তাই যাহাতে ভালো পরিষেবা পাওয়া যায় এটাই তাদের বক্তব্য। বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন এই বেহাল অবস্থা কারো কোন ভুরুক্ষেপ নেই। স্বাস্থ্য আধিকারিক জানান পাশে নতুন বিল্ডিং হয়েছে কিছু সমস্যা থাকার জন্য নতুন বিল্ডিং এ বহি বিভাগ চালু করা যাচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct