চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: শহীদ স্মরণে ধর্মতলায় একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ উপলক্ষে ‘ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র পক্ষ থেকে বনগাঁ রাম নগর রোড মড়ে অনুষ্ঠিত হলো পথসভা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার মহাসমাবেশে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার ওই সভায় বক্তব্য রাখেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অনন্যরা ৷ তৃণমূল নেতৃত্বরা সভা থেকে একুশে জুলাইয়ের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরেন, পাশাপাশি তৃণমূল নেতা কর্মী সমর্থকদের কাছে একুশে জুলাই কতোটা গুরুত্বপূর্ণ তা বিস্তারিত আলোচনা করেন ৷ একুশে জুলাই এর প্রেক্ষিতে বক্তব্য রাখার পাশাপাশি সুর চড়ান জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ৷ গত লোকসভায় বনগাঁ কেন্দ্র বিজেপির জয়ে আক্ষেপ প্রকাশ করে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এবং সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে গো-মাংস পাচার সহ একাধিক দূর্নীতির অভিযোগ করেন বিশ্বজিৎ দাস ৷ পাশাপাশি বনগাঁয় তৃণমূল ক্ষমতায় না আসা পর্যন্ত রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে লড়াই করে যাওয়ার বার্তা দেন বিশ্বজিৎ ৷ সভায় বক্তব্য রাখার সময় শ্রমিক নেতা নারায়ণ ঘোষ বলেন, ধর্মতলায় তৎকালীন বাম শাসকেরা যেভাবে আক্রমণ করে তেরো জন মানুষের জীবন শেষ করেছিল সেই আবেগকে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা বনগাঁ থেকে আইএনটিটিইউসি’র ৩৪ টি ট্রেড ইউনিয়নের হাজার হাজার শ্রমিকরা একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে উপস্থিত হবে ।’
এছাড়া বৃহত্তর স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার আহ্বান জানান তৃণমূল নেতা গোপাল শেঠ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct