আপনজন ডেস্ক: সিপিআই (এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বৃহস্পতিবার ফিলিস্তিনি পতাকা উত্তোলনের জন্য বিহার এবং অন্যত্র ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ভারত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে এই নীতি অব্যাহত রয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনও অন্যায়ের অভিযোগ আনা যায় না। উল্লেখ্য, বুধবার মহরমের মিছিল-সহ বিহারে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর জন্য বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রতিবেশী ঝাড়খণ্ডে মহরমের মিছিলে ফিলিস্তিনি পতাকা ব্যবহার হলে তা বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ ক্ষোভের মুখে পড়ে। এরপরই দুমকায় একজনকে গ্রেফতারও করা হয়। তাই দীপঙ্করবাবু বলেন, গাজার জনগণের প্রতি সংহতি দেখাতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হচ্ছে, যেখানে ইসরায়েলের সামরিক হামলায় প্রায় দুই লাখ লোক প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনকে সমর্থন করতে কখনও পিছপা হয়নি ভারত। এমনকী নয়াদিল্লিতে ফিলিস্তিন দূতাবাসও রয়েছে ভারত সরকারের সমর্থনের কারণে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct