আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় মর্মাহত হয়েছেন এবং যাত্রীদের সুরক্ষার বিষয়টি সমাধানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উত্তরপ্রদেশের গোন্ডার কাছে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়ে মৃত্যু হল দু’জনের। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন, আজ উত্তরপ্রদেশের গোন্ডায় আরও একটি মর্মান্তিক রেল দুর্ঘটনার কথা জেনে দুঃখ পেয়েছি! ফের ট্রেন লাইনচ্যুত, এবার চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস! কী করছে রেলওয়ে কর্তৃপক্ষ!! ভারত সরকার কী করছে!! তিনি লেখেন, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা সবার আগে। কেন্দ্রীয় সরকারের হুঁশ ফিরবে কবে? তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের জন্য প্রার্থনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct