সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: সাধারণ মানুষের ব্যস্ততার সুযোগ নিয়ে বেশকিছু কোম্পানি অনলাইন এ ব্যবসার ফাঁদ পেতে প্রতারণ করে অবৈধ ভাবে কোটি কোটি টাকা মুনাফা করছে।তবে অনলাইনে প্রতারণার ফাঁদ নতুন কিছুই নয়।এবার ক্যানিংয়ের মাতলা ১ পঞ্চায়েতের ৭ নম্বর দিঘীরপাড় এলাকার যুবক অনলাইনে একটি ফোনের অর্ডার করেছিলেন গত প্রায় এক সপ্তাহ আগে।বুধবার অর্ডার করা ফোন ডেলিভেরী দেওয়ার জন্য বুধবার দুপুরে হাজীর হয়েছিলেন ডেলিভেরী বয়।
ফোনের প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ। প্যাকেটের মধ্যে রয়েছে মোবাইল ফোনের দুটি পুরাতন চার্জার।এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।যদিও ডেলিভেরী বয় বিপদ হতে পারে বুঝতে পেরে প্যাকেট নিয়ে তড়িঘড়ি চলে যায়।
ঘটনা প্রসঙ্গে দীপু মন্ডল জানিয়েছেন,অনলাইনে একটি কিপ্যাড ফোনের অর্ডার করেছিলাম।ডেলিভেরি সহ মোট ৮৯৮ টাকা দাম ধার্য্য ছিল।সেই মতো ফোন নেওয়ার জন্য ডেলিভেরী বয় ফোন করেছিল।দাম চেয়েছিল ১০৯৮ টাকা। এপর্যন্ত সব ঠিক ছিল।বুধবার দুপুরে ডেলিভেরী বয় অর্ডার করা ফোনের প্যাকেট দিতেই খুলে ফেলি।মোবাইল ফোনের পরিবর্ত প্যাকেটের মধ্যে দুটি পুরাতন চার্জার রয়েছে।ডেলিভেরী বয় তড়িঘড়ি প্যাকেট নিয়ে চলে যায়।ডেলিভেরী বয়ের সামনে প্যাকেট খোলায় এযাত্রায় বেঁচে গেলাম। তা নাহলে ১০৯৮ টাকার মাশুল গুনতে হতো।এছাড়াও সাধারণের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ,অনলাইনে কোন জিনিস অর্ডার করলে ডেলিভেরী বয়ের সামনে বুঝে নিয়ে টাকা পরিশোধ করুন। না হলে ঠকতে হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct