সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের পোল্লাডাঙ্গা সরদারপাড়ার আলাউদ্দিন সরদার বয়স ৪০ গত ১০ দিন আগে চেন্নাই রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে রওনা দেয়। চেন্নাই পৌঁছিয়ে ঠিকঠাক ভাবেই চলছিল কাজ। প্রতিদিনের মত বুধবার সকালেও রাজমিস্ত্রির কাজে যোগ দেন। তখনই বিল্ডিং এর কাজ করতে গিয়ে ভারা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই পরিযায়ী শ্রমিক, সহকর্মীরা তড়িঘড়ি ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেংগে পড়ে পরিবারের সদস্যরা। মৃতের স্ত্রী বলেন গত পরশু শেষ কথা হয় ,তার পরে দুপুরে বড় ছেলে ফোন করে জানান যে বাবা বিল্ডিং থেকে পড়ে গিয়েছে তার কিছুক্ষণ পরে আবার ফোন আসে যে মৃত্যু হয়েছে।মৃতের স্ত্রী আরো বলেন বন্ধন নিয়ে বাড়ি তৈরি করেছি আর সেই টাকা শোধ করার জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজে যায় আর সেই খানে বুধবার এমন দুর্ঘটনা ঘটবে ভাবতেও পারিনি,এখন দুই ছেলে কে নিয়ে কিভাবে সংসার চালাবো, না লোন শোধ করবো কিছুই বুঝে উঠতে পারছিনা,যদি সরকারি ভাবে সাহায্য করা হয় তাহলে অনেক উপকার হবে বলেও জানান।অভাবের সংসারে হাল ধরতে গিয়ে ভিন রাজ্য পরিযায়ী শ্রমিকের মৃত্যু। স্বামীর মুখটা শেষ বারের মত দেখার অপেক্ষায় এখন পোহর গুনছে স্ত্রী সন্তান ,কিভাবে আসবে পরিযায়ী শ্রমিকের নিথর দেহ চিন্তায় সকলে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct